আদি ও মধ্যযুগের বাংলা সাহিত্যে নারী
বাংলা সাহিত্যে নারীকে
বহুমাত্রিক দৃষ্টিতে দেখা হয়েছে। বলতে গেলে, কখনো কখনো নারীকে বাংলা সাহিত্যের খোরাক হিসাবে
ব্যবহার করা হয়েছে।বাংলা সাহিত্যের আদি পর্যায়ে আমরা শবরীর দেখা পাই প্রেমিকা
রুপে।পরবর্তীতে চর্যাপদের নারীকে আকর্ষণের কেন্দ্রে স্থাপিত করেছেন সাধককবি পুরুষেরা।
কিন্তু তেজস্বিনী, আর্যদীপ্ত নারীর দেখা পাই ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে’।
পরবর্তীতে মঙ্গলকাব্যের
দেবদেবীদের সাপেক্ষে বলা চলে,বঙ্গসাহিত্যে পুরুষ চরিত্র মহাদেবের ন্যায় নিশ্চল
ভাবে ধূলিতে শয়ান এবং নারী তার বুকের উপর সদাজাগ্রত ও বিরাজমান।
সবশেষে বলা যায়,
প্রাচীন-মধ্য এবং অন্ত্য-মধ্য যুগের সাহিত্যে নারী চরিত্রগুলি উজ্জ্বল এবং তাদের
জয়-জয়কার ধ্বনিত হয়েছে সমস্ত কাব্য জুড়ে।
No comments:
Post a Comment