Friday 12 May 2017

জীবন ও শিক্ষা তে মাতৃ ভাষার স্থান Payel Deb Roll-4

জীবন ও শিক্ষাতে মাতৃভাষার স্থান


মায়ের মুখের ভাষায় হল মাতৃভাষা – এই অসম্পূর্ণ এবং একমাত্রিক সংজ্ঞা টিকে আশ্রয় করলে জীবন ও শিক্ষাতে মাতৃভাষার স্থান এবং গুরুত্ব-এর বিষয় টিকে গভীর অনুধাবন করা যায় না মনে রাখতে হবে মাতৃভাষা শুধুমাত্র একটি পরিভাষা  কিংবা বস্তুগত কোন ধারনা নয়,শিশুর জীবন বিকাশে এবং কোমল নিবিড় নিরাপত্তা বলয় রচনাতে মা যেমন অতুলীনীয় ভূমিকা পালন করে, সেই মায়ের মতন যে ভাষার আশ্রয়ে-প্রশ্রয়ে শিশুর চিন্তন-মনন কল্পনা শক্তির বিকাশ ঘটে, সেই ভাষাটিকে বলা হয় মাতৃভাষা।

No comments:

Post a Comment