Monday 15 May 2017


                        সম্পদ ( শিল্পা দে , রোল : ২৮)

সম্পদ কোনো বস্তু বা পদার্থ নয়,বস্তু বা পদার্থের কার্যকারিতাই হল সম্পদ,সম্পদ মানুষের অভাব পূরণে সাহায্য করে। বিভিন্নভাবে সম্পদের শ্রেণিকরণ করা যায়। প্রকৃতি অনুযায়ী,স্থায়িত্ব অনুযায়ী,অবস্থান অনুযায়ী, জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী ও মালিকানা ভিত্তিক।মানুষই হল সম্পদ উৎপাদনের মূল উপাদান।হীরক,টিন, বক্সাইট হল দুর্লভ সম্পদ কারণ এগুলি সর্বত্র লভ্য নয়

No comments:

Post a Comment