Tuesday, 2 May 2017

স্বর্গ-নরক ,Chirasree Bhattacharya, roll-2,EPC 3 practicum

জীবন আসে, জীবন ভাসে ভালোবাসার স্রোতে
জীবন সদাই এগিয়ে চলে আশার লক্ষ্য-পথে
চলার সাথে থাকে যখন সাহস, স্বাধীনতা
যোগ যখন হয় সেই চলাতে বিশ্বাস ও সততা
শান্তি তখন জীবন ভরায়, আস্থা নিয়ে হাসে
স্বর্গ তখন আকাশ ছেড়ে ধরায় নেমে আসে।
স্বর্গ পাওয়ার আশ্বাসে আজ শুধুই হিংসা, ঘৃণা
মৃত আশার বুকে কাঁদে নিরাশ জীবন-বীণা।
অন্যে অবাধ শাসন করায় স্বাধীনতা খুঁজি
ধর্ম মানে নিজের বিশ্বাস, সেটাও যে ভুল বুঝি।
ধন-সম্পদ ত্যাগের চেয়ে হারিয়ে ফেলার ভয়
নিজেই যখন বিশ্বাসী নই, অন্যেতে সংশয়।
দূর আকাশে খুঁজে খুঁজে স্বর্গ সেথায় ফেলে
এই ধরণীর মাটির বুকে নরক যে দিই মেলে।

1 comment: