শিশুর বৃদ্ধি
ও বিকাশ
একটি ব্যাক্তির সঠিক বিকাশের উপর তার
ভবিষ্যৎ জীবন নির্ভর করে থাকে।
আর এক্ষেত্রে শৈশব অবস্থা হল এমন একটি ভিত্তিস্তর যার
উপর ব্যক্তির বিকাশ নির্ভর করে। বয়স বৃদ্ধির সাথে সাথে তাল মিলিয়ে শিশুর বিকাশ যদি
এগিয়ে চলে, তাহলে সেই বিকাশ হবে সুষম বিকাশ। শিক্ষা হল ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশ।
শিশুর সুষম বিকাশ প্রক্রিয়া নির্ভর করে দুটি বিষয়ের উপর, যথা - বৃদ্ধি ও বিকাশ।
বৃদ্ধি বলতে সাধারণভাবে আমরা দৈহিক আচরণগত
পরিবর্তনকে বুঝি, বৃদ্ধির ফলে মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। আর বিকাশ বলতে
সাধারণভাবে আমরা দৈহিক বৈশিষ্ট্য গুলির সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্য গুলির গুনগত
পরিবর্তনকে বুঝি।
No comments:
Post a Comment