প্রাত্যহিক জীবনে ইতিহাস
এই
মুহূর্তে যা বর্তমান, পর মুহূর্তে তাই অতীত। ইতিহাস হল অতীত কাহিনি ও ঘটনাবলির
পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং সমাজবদ্ধ মানব জাতির লিখিত দলিল।আমাদের বর্তমান
সমাজব্যবস্থা অতীতের চিন্তাধারার উপর নির্ভরশীল। আমাদের প্রাত্যহিক জীবনে যে সকল
ঘটনা ঘটে থাকে, সেই সব ঘটনার অধিকাংশই অতীতের কোন না কোন ঘটনার অভিজ্ঞতার ফল।তাই
বলা যেতে পারে, বিজ্ঞান যেমন আমদের দৈনন্দিন জীবনে বিশেষ ভূমিকা পালন করে, তেমনই
মানব জাতির দৈনন্দিন জীবনপ্রবাহে ইতিহাসের
ও বিশেষ অবদান আছে।
No comments:
Post a Comment