Friday, 12 May 2017

ছোটগল্প ও রবীন্দ্রনাথ, BarunMondal,Roll No--92


  ছোটগল্প রবীন্দ্রনাথ


বিচিত্রপথগামী রবীন্দ্রপ্রতিভা সাহিত্যের সব শাখাকেই স্পর্শ করে গেছেবাংলা ছোটগল্পের জন্ম ও পূর্ণতা সাধন তাঁরই হাতেজমিদারি পরিদর্শন সূত্রে পদ্মানদীর বুকে ও পদ্মার তীরে শিলাইদহের কুঠিতে কবি দীর্ঘদিন বসবাস করেছেনএই সময় পল্লীবাংলার নিতান্তই সহজ সরল, ছোট্ট ছোট্ট প্রাণের সুখ-দুখ, আশা-নিরাশা, আন্ন্দ-বেদনা  কবির চোখে ধরা পরেছে তা্রাই ভিড় জমিয়েছে  তাঁর ছোটগল্পে আমরা পেয়েছি ছুটির ফটিককে, ‘অতিথিতারাপদকে, মূ-বধির সুভা কে, ‘পোস্টমাস্টাররতনকে তাদের জীবন কথা অকস্মাৎ শুরু হয়ে অকস্মাৎ শেষ হয়ে গেছে, আর আমাদের অন্তরে রয়ে গেছে এক অতৃপ্তির অনুভূতি

No comments:

Post a Comment